ডাঃ গুণের নতুন লেখাপত্র সংকলিত হচ্ছে এই অংশে। কখনও প্রবন্ধ, কখনও স্মৃতিচারণ, কখনও অন্য কোনও প্রতিবেদন। নতুন অডিও-ভিডিও বা স্থিরচিত্রও পাবেন এই অংশে।
অভয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নেবার পর থেকেই বিভিন্ন গণসংগঠনগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষের সমর্থনকে একটা সাংগঠনিক রূপ দেবার দাবি উঠতে থাকে। অক্টোবরের শুরু থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, ওয়েস্ট বেঙ্গল (২০১৭ সালে গঠিত পশ্চিমবঙ্গের পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ ) এই গণসংগঠনগুলোর সাথে যৌথ কর্মসূচি নিতে থাকে , যেমন কলেজ স্কোয়ার থেকে আকাদেমি অফ ফাইন আর্টস পর্যন্ত দীর্ঘ মিছিল বা দ্রোহের কার্নিভাল। অবশেষে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, ওয়েস্ট বেঙ্গল এবং প্রায় ৮০টি গণসংগঠন মিলে ২৮ শে অক্টোবর গঠিত হয় অভয়া মঞ্চ।
যে বছরে আমার ডাক্তারি পড়তে ঢোকা সেই ১৯৭৮-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমা আটা ঘোষণা: ২০০০ খ্রিস্টাব্দের মধ্যে সবার জন্য স্বাস্থ্য। যদিও সবার জন্য স্বাস্থ্য প্রথম রূপায়িত হয়েছিল তার ৬৬ বছর আগে নরওয়েতে। সোভিয়েত ইউনিয়ন তার সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেয় ১৯৩৭-এ।
অনেক বছর আগে ফেসবুকে পোস্ট করা দুটো ছবি বছর বছর ফেসবুক মেমারিতে ঘুরে ফিরে আসে। ৪০ বছর আগে ১৯৮৪ র মে মাসে আমরা গিয়েছিলাম কুচবিহারে এক মহামারীর সঙ্গে লড়াই করতে। তার কয়েক মাস আগে আমরা, তখনকার পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোর জুনিয়র ডাক্তাররা, সরকারের সঙ্গে এক অসম লড়াই লড়ে জিতেছি। আমাদের স্লোগান "স্বাস্থ্য কোন ভিক্ষা নয়, স্বাস্থ্য আমার অধিকার" মানুষের সমর্থন পেয়েছে। ১৯৮৪-র এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের ১১ টি জেলা যখন রক্ত আমাশার এক মহামারিতে আক্রান্ত, তখন আমরা অনুভব করলাম আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত।