আমাদের কাজকর্ম

আমরা এখন কাজ চালিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের অনেকগুলি স্বাস্থ্য কেন্দ্রে যেখানে কম খরচে বিজ্ঞানসম্মত চিকিৎসা পাওয়া যায়। আমরা অনেকে মিলে চালাচ্ছি স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা এবং ডক্টরস' ডায়লগ ওয়েবম্যাগাজিন।

image
কমখরচে আধুনিক
যুক্তিসঙ্গত চিকিৎসা সম্ভব

শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র আমাদের প্রথম স্বাস্থ্য কেন্দ্রের নাম, ১৯৯৫ সালে যার আরম্ভ। বর্তমানে যে যে স্বাস্থ্য কেন্দ্রে কম খরচে যুক্তিসঙ্গত চিকিৎসা পাওয়া যায় তাদের যোগাযোগ রইল এই তালিকায়।

image
স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা ২০১১-র সেপ্টেম্বর মাস থেকে দ্বিমাসিক হিসাবে প্রকাশিত

স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা ২০১১-র সেপ্টেম্বর মাস থেকে দ্বিমাসিক হিসাবে প্রকাশিত। কোভিড কালে ৩ বছর প্রকাশ বন্ধ থাকার পর নব পর্যায়ে প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক হিসাবে।

image
ডক্টরস' ডায়ালগ
ওয়েব ম্যাগাজিন

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।