- জন্ম ১৯৬০ এর ২১শে নভেম্বর মেডিকেল কলেজে।
- সেই কলেজ থেকেই চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ১৯৮৩ সালে।
- কলেজে পড়ার সময় মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে সক্রিয় ছিলেন।
- ডাক্তার হওয়ার পর প্রথম কর্মস্থল ভোপালের গ্যাসপীড়িতদের জনস্বাস্থ্য কেন্দ্র।
- ১৯৮৬ থেকে ১৯৯৪ কাজ করেন ছত্তিশগড়ের শহীদ হাসপাতালে।
- ১৯৯৫ এ কানোরিয়া জুট সংগ্রামী শ্রমিক ইউনিয়নের সঙ্গে কাজ শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রে।
- ১৯৯৯ এ শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের গঠন। ২০১৯ এ স্বাস্থ্য শিক্ষা নির্মাণের গঠন।
- ২০১৩ থেকে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্য প্রচার আন্দোলনে যুক্ত।
- স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা এবং ডক্টরস ডায়লগ ওয়েব ম্যাগাজিনের অন্যতম সম্পাদক।
- এখন চেঙ্গাইল, বারাসাত, নৈহাটি, সল্ট লেক, জলপাইগুড়ি এবং মাথাভাঙ্গায় কম খরচে যুক্তিসঙ্গত ক্লিনিকের সঙ্গে যুক্ত।
- বর্তমানে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে এবং জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এ সক্রিয়।