চাই এক শোষণ মুক্ত জগৎ। চাই সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, ও শিক্ষা। চাই সবার জন্য স্বাস্থ্য। জানি আমি চাইলেই এসব কিছু হওয়ার নয়। হতে পারে সমাজ পরিবর্তনের সংগ্রামে। সেই সংগ্রামের যারা অগ্রণী বাহিনী সেই শ্রমিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর দৃঢ় মিত্র কৃষকদের পাশে থেকে স্বাস্থ্যের কাজ করার চেষ্টা করি।